ফুটবল মাঠে মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো ইউরোপিয়ান ফুটবল। ম্যাচ চলাকালে মাঠেই সাইডলাইনের পাশে হার্ট অ্যাটাক করে প্রাণ হারালেন সার্বিয়ার শীর্ষ লিগের দল এফকে রাদনিকি ১৯২৩ ক্লাবের কোচ ম্লাদেন জিজোভিচ। 

সোমবার এফকে ম্লাদস্ত লুকানির বিপক্ষে ছিল এফকে রাদনিকির ম্যাচ। খেলা চলাকালে ২২তম মিনিটে হঠাৎ সাইডলাইনে লুটিয়ে পড়েন জিজোভিচ। প্রাথমিক শুশ্রূষা দেওয়ার পর কালক্ষেপণ না করে তাকে নেওয়া হয় হাসপাতালে।

কিন্তু সেখানে নিয়ে বাঁচানো যায়নি কোচকে। তখনও মাঠে চলছিল খেলা। কিন্তু ৪১তম মিনিটে কোচের মৃত্যুর খবর এলে নিস্তব্ধতা নেমে আসে মাঠে। স্থগিত ঘোষণা করা হয় ম্যাচ। তখনও ২-০ গোলে এগিয়ে ছিল জিজোভিচের দল।

পূর্ব ইউরোপে সাফল্যময় সময় কাটিয়ে সপ্তাহ দুয়েক আগে এফকে রাদনিকির দায়িত্ব নিয়েছিলেন ৪৪ বছর বয়সী জিজোভিচ। গত মৌসুমে তার কোচিংয়ে ইউয়েফা কনফারেন্স লিগে শেষ ১৬তে পৌঁছায় বসনিয়া ও হার্জেগোভিনার ক্লাব এফকে বোরাক।

বিডি প্রতিদিন/নাজিম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews