আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি হচ্ছে শীতের পাখি। করোনা বা কোনো দুর্যোগ-দুর্বিপাকে জনগণের পাশে দলটিকে দেখা যায়নি। জনগণ খুঁজেও পায়নি। বর্ষাকালে যখন প্রথম বৃষ্টি হয়, পুকুরের বড় মাছ কিন্তু লাফায় না, পুঁটি মাছ খুব লাফায়। রাজনীতির মাঠে বিএনপি এখন পুঁটি মাছ। সমাবেশে কিছু মানুষ দেখেই পুঁটি মাছের লাফানি। কিন্তু লাফিয়ে লাভ হবে না।’





‘এখন আবার দেখা যাচ্ছে। শীতকালে যেমন ধান খাওয়ার জন্য সাইবেরিয়া, হিমালয় থেকে শীতের পাখিরা আসে। ধান খেয়ে মোটাতাজা হয়ে আবার উড়ে চলে যায়। তেমনি বিএনপিও ভোটের সময় আসে, মোটাতাজা হয়ে আবার চলে যায়। অন্য সময়ে আর তাদের খুঁজে পাওয়া যায় না।’

সোমবার দিনাজপুর শহরের ঐতিহাসিক গোর-এ-শহিদ ময়দানে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন তিনি।

দিনাজপুর জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপির সভাপতিত্বে সম্মেলনে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি ছিলেন।

দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি জোটে এমন শরিক আছে, যারা নারী নেতৃত্ব হারাম বলে স্লোগান দেয়। আর তারেক রহমান হচ্ছে দুর্নীতি, লুটপাট, হাওয়া ভবন, খোয়াব ভবনের প্রতীক। এরা যদি আবার সুযোগ পায়, দেশকে পাকিস্তান বানিয়ে ছাড়বে। আফগানিস্তানের কাছাকাছি নিয়ে যাবে। দেশকে আমরা সেখানে নিয়ে যেতে দিতে পারি না। তাদের হাতে দেশ তুলে দিতে পারি না।’

তিনি আরও বলেন, বিএনপি সমাবেশের নামে আসলে পিকনিক করছে। সিলেটে দেখলাম যে, তিন দিন আগে তারা উপস্থিত হয়ে হোটেলের মধ্যে তাস খেলেছে। মাঠের মধ্যে শামিয়ানা টাঙিয়ে গরু জবাই করে রান্নাবান্না করে খেয়েছে। কুমিল্লাতেও তাই। জনসভার আগের দিন রাতে শামিয়ানা টানিয়ে গরু জবাই করে ভূরিভোজ করার কোনো ইতিহাস বাংলাদেশে আমার দাদারাও দেখেননি। বিএনপি সেটি দেখাচ্ছে। এগুলো কোনো সমাবেশ নয়, পিকনিক পার্টি।

তিনি বলেন, আমাদের নেতা ওবায়দুল কাদের ভাই বলেছেন, ‘খেলা হবে। আমরা কিন্তু সবার সঙ্গে খেলব না। রুমিন ফারহানাও বলছেন, খেলা হবে। আমরা ওদের সঙ্গে খেলব না, আমাদের ছাত্রলীগ খেলবে। আর যুবলীগ যদি মনে করে খেলতে পারে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews