শেষ ১৩ মিনিটে ঝড়ই তুলল বরুশিয়া ডর্টমুন্ড। ৭৬ মিনিট পর্যন্ত ফ্রেইবুর্গের সঙ্গে ১-০ গোলে পিছিয়ে তারা। এরপর বদলি নামা তিন তরুণের গতি আর ড্রিবলিং ঝলকে ৩-১ গোলের জয়ে মাঠ ছাড়ে এডিন টেরজিকের দল। ৭৭ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া শটে সমতা ফেরান ইংল্যান্ডের ১৮ বছর বয়সী ফরোয়ার্ড জেমি বাইনো গিটেনস।

বিজ্ঞাপন

৮৪ মিনিটে কয়েকজনকে কাটিয়ে বক্সে বাড়ানো গিটেনসের পাস থেকেই গোল ইউসুফা মৌকোকোর। ৮৮ মিনিটে মারিউস উলফের গোলে ফিরে আসার দুর্দান্ত গল্প লিখে মাঠ ছাড়ে ডর্টমুন্ড।

এই জয়ে ঐতিহ্যবাহী ক্লাবটির দায়িত্ব নিয়ে রেকর্ড টানা ৯ ম্যাচ জিতলেন কোচ এডিন টেরজিক। আগের টানা আট জয়ের কীর্তিটা ছিল ডর্টমুন্ডকে দুইবার বুন্দেসলিগা জেতানো কোচ ইয়ুর্গেন ক্লপের। টেরজিক অবশ্য কৃতিত্বটা দিচ্ছেন বদলি নামা তিন তরুণকেই, ‘গিটনেস ছিল গেম-চেঞ্জার। বিরতির পর নামা তিনজনই গোল পেয়েছে। আমার বিশ্বাস এই তরুণরা অনেক দূর নিয়ে যাবে দলকে। ’

এদিকে লা লিগার উদ্বোধনী ম্যাচে সেভিয়াকে ২-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছে ওসাসুনা। নবম মিনিটে এজাকুয়েল আভিলা এগিয়ে নেন ওসাসুনাকে। দুই মিনিট পর রাফা মির সমতা ফেরালেও শেষ দিকে আইমার ওরোজের পেনাল্টিতে দুর্দান্ত জয় ওসাসুনার। ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলা ২-১ গোলে হারিয়েছে এভারটনকে।

ফ্রেঞ্চ লিগ ওয়ানে হোঁচট খেয়েছে লিল। ২০২০-২১ মৌসুমের ফ্রেঞ্চ লিগ চ্যাম্পিয়নদের ১-১ গোলে রুখে দিয়েছে নঁতে। এএফপি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews