জন্মদিনে ভক্তদের বিরাট বড় চমক দিলেন অভিনেতা রণবীর কাপুর। অভিনেতা ৪২তম জন্মদিনে দিলেন দারুণ এক সংবাদ। বলিউডের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ধুম ফ্র্যাঞ্জাইজের চতুর্থ কিস্তি ‘ধুম ৪’-এর মুল ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে। কিছুদিন ধরেই ‘ধুম ৪’ নিয়ে চর্চা তুঙ্গে। এর আগে শাহরুখ খানকে প্রধান চরিত্রে দেখার গুঞ্জন উঠেছিল। পাঠান ও জওয়ানের সাফল্যের পর শাহরুখকেই ধুমের নায়ক হিসেবে চাইছিলেন অনুরাগীরা। অনেকে আবার বলছিলেন হৃতিক ফিরবেন এই চরিত্রে। তবে সব জল্পনা কল্পনা ধূলিসাৎ করে ধুম মাচাবেন রণবীর কাপুর। পিঙ্কভিলার প্রতিবেদনে জানা গেছে, প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে দীর্ঘ দিন ধরেই আলোচনা চলছে রণবীরের। ‘ধুম ৪’-এর প্রাথমিক গল্প শুনে নিজে থেকেই অভিনয় করার ইচ্ছেও প্রকাশ করেছিলেন রণবীর। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ফ্র্যাঞ্চাইজের আগের কোনও অভিনেতা ধুম ৪-এ ফিরছেন না। সব ধুমেই চরিত্রের পুনরাবৃত্তি ছিল, যাতে অভিষেক বচ্চন এবং উদয় চোপড়া অভিনয় করেছিলেন। তবে এবার আর তা হবে না। বরং, তরুণ প্রজন্মের দুই বড় নায়ক ‘ধুম ৪’-এ পুলিশের জুটির চরিত্রে অভিনয় করতে আসবেন। তবে এখনও কাস্টিং চূড়ান্ত করা হয়নি। ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজের খল চরিত্রদের কেন্দ্র করেই গল্প এগোয়। এর আগে এই ধরণের চরিত্রে দেখা গেছে জন আব্রাহাম, হৃতিক রোশন, আমির খানের মতো তারকাদের। এবার সেই তালিকায় যোগ হল রণবীর কাপুরের নাম। জানা যাচ্ছে, ২০২৫ সালের শেষেই শুটিং শুরু হবে সিনেমাটির।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews