মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেছেন, সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভকারীদের ওপর ক্র্যাকডাউনের ও বেসামরিক নাগরিকদের জীবনহানীর পূর্ণ তদন্ত হওয়া প্রয়োজন। একই সাথে ঘটনাগুলোর সাথে জড়িতদের পূর্ণ তদন্ত নিশ্চিত করা উচিত।
গতকাল ওয়াশিংটনে নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, নোবেল জয়ী ড. ইউনূস সম্প্রতি ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের বার্ষিক বৈঠকে স্বীকার করেছেন রাজনৈতিক পটপরিবর্তনে সব কিছু সুপরিকল্পিত ছিল, কোনো কিছুই হঠাৎ করে হয়নি। মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে হাজারো মানুষ হত্যার জন্য কাদের দায়ী করা যায় বলে যুক্তরাষ্ট্র মনে করে? মুখপাত্রকে আবারো প্রশ্ন করা হয়, শাকিল আহমেদ, ফারজানা রুপা, মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত এবং মাহবুবুর রহমানসহ বেশ কয়েকজন প্রখ্যাত সাংবাদিককে জামিন ছাড়াই আটক রাখা হয়েছে। বাংলাদেশের এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ রয়েছে কিনা?
জবাবে মিলার বলেন, আমরা বাংলাদেশসহ বিশ্বের সর্বত্র গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত দেখতে চাই।