বিসিবি সভাপতির সঙ্গে সাক্ষাৎ স্বাধীন তদন্ত কমিটির

ক্রিকেটে দুর্নীতির বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতি গ্রহণের অংশ হিসেবে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। মঙ্গলবার ওই তদন্ত কমিটি বিসিবির সভাপতি ফারুক আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। 

চলতি বিপিএলে স্পষ্ট ফিক্সিংয়ের সন্দেহ তৈরি হয়েছে। বিসিবি বিপিএলে সততার বিষয়টি অনুসন্ধানে তিন সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে। 

আপিল বিভাগের সাবেক বিচারক মির্জা হায়দার আলীকে আহবায়ক করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি দুই সদস্য হলেন- সাবেক ক্রিকেটার শাকিল কাসেম ও আন্তর্জাতিক আইনজীবী ড. খালেদ এইচ চৌধুরী। 

বিসিবি এক বার্তায় সংবাদ মাধ্যমকে এই তথ্য জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি আরও জানিয়েছে, স্বাধীন তদন্ত কমিটি বিসিবি ও বিসিবির দুর্নীতি দমক ইউনিটকে (আকসু) সহায়তা করবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews