মাঝমাঠের কাছাকাছি জায়গায় মেসি যখন সুয়ারেজের কাছ থেকে বল পেয়েছিলেন তখন তাঁর সামনে ছিল তিন ডিফেন্ডার। এরপর দ্রুত একজন পেছনে ফেলে গতি বাড়িয়ে নেন মেসি। তিনি যখন বল নিয়ে বক্সের কাছাকাছি জায়গায় পৌঁছান তখন শরীরের সঙ্গে লেগে ছিল মন্ট্রিয়লের দুই খেলোয়াড়।
হালকা গতি কমিয়ে দুজনকে বোকা বানিয়ে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন মেসি। বক্সে মেসিকে আটকানোর জন্য তাঁর আশাপাশে ছিলেন সব মিলিয়ে পাঁচজন। মেসি তখন সোজা না গিয়ে বাঁ দিকে হালকা বাঁক নিয়ে একজনকে কাটিয়ে চলে যান ফাঁকা জায়গায়।