দিন যত এগোচ্ছে, ততই উত্তাপ বাড়ছে মধ্যপ্রাচ্যে। এবার ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় দেড়শ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।

নাগরিকদের আশ্রয় কেন্দ্র ছাড়ার অনুমতি দেওয়ার পর আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, 'প্রতিরক্ষা ও আক্রমণগত পর্যায়ে আমরা উচ্চ সতর্কতায় রয়েছে। আমরা ইসরায়েলের নাগরিকদের রক্ষা করব। এই হামলার পরিণতি ভোগ করতে হবে। সময়মতো পরিকল্পিত স্থানে আক্রমণ করার সিদ্ধান্ত নেব আমরা। '

হাগারি আরও বলেন,  'আমরা কোনো হতাহতের খবর পাইনি; সতর্ক থাকার কারণেই সেটা সম্ভব হয়েছে। '

ইসরায়েলের জরুরি সেবা প্রদানকারী সংস্থা মাগেন ডেভিড অ্যাডমও (এমডিএ) একই কথা বলছে। সংস্থাটির একজন মুখপাত্র বলেন, 'রকেট হামলার খবর পাওয়া মাত্রই চিকিৎসা কর্মী ও প্যারামেডিক দলকে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া হামলায় এখন পর্যন্ত কোনো গুরুতর আহতের খবর আসেনি। তবে তেল আবিব এলাকায় শেলের আঘাতে দুজন সামান্য আহত হয়েছেন। এছাড়া দেশজুড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় ও উদ্বিগ্ন হয়ে ছোটাছুটির কারণে আঘাত পাওয়ার খবর এসেছে। '

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪

এএইচএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews