সম্প্রতি বনশ্রীর ব্লু অলিভ রেস্টুরেন্টে নিরাস ফাউন্ডেশন বাংলাদেশের ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পরবর্তী সেশনের জন্য চেয়ারম্যান নির্বাচিত হন ড. মো: নূরুল্লাহ আল মাদানী এবং সেক্রেটারি জেনারেল হিসেবে তৃতীয়বার পুনর্নির্বাচিত হয়েছেন শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ। চেয়ারম্যান ও সেক্রেটারি জেনারেল নির্বাচিত নির্বাহী পরিষদের সদস্যদের সাথে পরামর্শক্রমে পরবর্তী ২০২৪-২৫ইং হতে ২০২৬-২৭ইং সেশনের জন্য নিম্নরূপ নির্বাহী কমিটি গঠন করেন।
ভাইস-চেয়ারম্যান মো: আখতার হোসেন, এসি। সেক্রেটারি জেনারেল মোহাম্মদ মু’তাছিম বিল্লাহ মাক্কী ও মাজহারুল ইসলাম আজহারী, ফিন্যান্স সেক্রেটারি মোহাম্মদ আতাউর রহমান (শরীফ), এডুকেশন সেক্রেটারি মোহাম্মদ ওয়ালী উল্লাহ খান, রিসার্চ অ্যান্ড সোস্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি মো: মোছলেহ উদ্দিন আলমগীর, অফিস অ্যান্ড প্রেস সেক্রেটারি হোসাইন মো: ইলিয়াস, কার্যনির্বাহী সদস্য প্রফেসর ড. মো: মোস্তাফিজুর রহমান, প্রফেসর ড. মুহা: আতাউর রহমান, ড. মোহা: মোস্তাফিজুর রহমান খান, মুহাম্মাদ রফিকুল ইসলাম খান এবং ড. মো: তৌহিদুল ইসলাম ও মো: জাকির হোসেনকে নির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়। বিজ্ঞপ্তি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews