হাঁপাতে হাঁপাতে মঞ্চে পারফর্ম
বইয়ে কিম বর্ণনা করেন ২০১৬ সালের এক কনসার্টের কথা, যেখানে ক্লান্ত ও শ্বাসকষ্টে ভুগতে থাকা জাংকুককে পাওয়া যায়। তবে শরীর সায় না দিলেও মঞ্চ ছাড়তে রাজি হননি জাংকুক। মনিকাকে তিনি বলেছিলেন, ‘আমি ভালো অবস্থায় ছিলাম না, সেটা শরীর বুঝিয়ে দিচ্ছিল। তবু আমি শুধু এটা ভেবে পারফর্ম করে গিয়েছি যে এই ভক্তদের সঙ্গে অনেক দিন দেখা হবে না।’ ভক্তদের কাছে এটি বইয়ের সবচেয়ে যন্ত্রণাময় অধ্যায়গুলোর একটি, যেখানে দেখা যায়, কীভাবে বিটিএসের এই তরুণ সদস্য শারীরিক কষ্ট সইয়েও ভক্তদের জন্য কনসার্ট চালিয়ে গেছেন।