বিগত আওয়ামী লীগ সরকার নির্বাচন নিয়ে ডাকাতি করেছে মন্তব্য করে বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, তারা এদেশের নির্বাচন নিয়ে ডাকাতি করেছে, দিনের ভোট রাতে হয়েছে। শুধু তাই নয়, ২০২৪ সালে তারা ডামি নির্বাচন করেছে। কাউকে না পেয়ে নিজেদের মধ্যেই খেলার আয়োজন করেছে। এসব কাজকর্ম দেখে গাধাও হাসে। এ ছাড়াও তারা কত বড় রকমের চুরি-ডাকাতি করেছে তা বলে শেষ করা যাবে না। আওয়ামী লীগ দলটাই নষ্ট দল।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রের দুশমন। তাদের দুর্নীতি অপশাসনে অতিষ্ঠ ছিল দেশের মানুষ।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের কাজ করছে। উপদেষ্টাদের আমাদের সহযোগিতা করতে হবে। আমরা ৪১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। এখন যত দ্রুত সম্ভব সংস্কার কাজ করে নির্বাচন দিতে হবে।



এ সময় সামাজিক অশান্তি ও বিশৃঙ্খলা দূর করতে কোরআন-হাদিসের আলোকে রাষ্ট্র ব্যবস্থাপনারও কথা বলেন জামায়াত ইসলামীর নায়েবে আমির।

তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান অনুযায়ী দেশ না চলবে, ততক্ষণ প্রকৃত বিজয় সম্ভব না। মানুষকে মানুষের গোলামী থেকে মুক্তির জন্য সংগ্রাম করতে হবে। মানব রচিত মতবাদ আর নয়, ইসলামি বিধানে দেশ পরিচালনার পথ প্রসারিত করতে জামায়েত ইসলাম আন্দোলন করছে।

আরটিভি/আইএম/এস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews