অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে ভারত।





অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষ হওয়ার দুই দিনের মধ্যেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলতে নেমে পড়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত।

আগামী মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বিরাট কোহলিদের প্রস্তুতি জোরদারে সবকিছুই করে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

অস্ট্রেলিয়ার পর এবার ঘরের মাঠে ডেকে আনল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলকে। ভারত সফরে এসে শুরুতেই নাস্তানাবুদ অবস্থা প্রোটিয়াদের।

তিনি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় বুধবার টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। স্কোর বোর্ডে মাত্র ৯ রান জমা হতেই সাজঘরে ফেরেন প্রোটিয়া দলের প্রথম সারির ৫ ব্যাটসম্যান।

চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে শেষ পর্যন্ত কেশভ মহারাজের ৪১, এইডেন মার্কওরামের ২৫ আর ওয়েন পার্নেলের ২৪ রানের ইনিংসে ভর করে ৮ উইকেট হারিয়ে ১০৬ রান করতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা।

ভারতের হয়ে আর্শদীপ সিং নেন ৩ উইকেট। দুটি করে উইকেট ভাগাভাগি করেন দিপক চাহার ও হার্সেল প্যাটেল।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews