ঢাকা: বাংলাদেশ মহিলা ফুটবল দল দ্বিতীয়বারের মতো নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস গড়ায় দলকে আন্তরিক উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষর করা এক বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারী ফুটবল দলকে এ অভিনন্দন বার্তা জানান।



অভিনন্দন বার্তায় বাংলাদেশ মহিলা ফুটবল দলের এই বিজয়কে ঐতিহাসিক এবং মহিলা ফুটবল খেলায় আরও এক ধাপ এগিয়ে যাওয়া উল্লেখ করে তারেক রহমান বলেন, মহিলা দলের সদস্যরা ফুটবল খেলায় সারাবিশ্বে বাংলাদেশের জন্য ধারাবাহিক যে সম্মান বয়ে আনছে তাতে আমি গৌরবান্বিত। ভবিষ্যতে বাংলাদেশ মহিলা ফুটবল দল বিশ্বের প্রতিদ্বন্দ্বী দলগুলোকে হারিয়ে বাংলাদেশের সম্মান অক্ষুণ্ন রাখতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।







 

তারেক রহমান বলেন, আমি বাংলাদেশ মহিলা ফুটবল দলের সঙ্গে সংশ্লিষ্ট কোচ, কর্মকর্তাসহ সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি এবং বাংলাদেশ দলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪

ইএসএস/আরএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews