সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের উদ্যোগে বাহরাইনভিত্তিক অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস প্রবর্তিত ‘সার্টিফাইড শরিয়াহ অ্যাডভাইজর অ্যান্ড অডিটর’ কোর্সের সপ্তম পর্ব এবং সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ড প্রবর্তিত ‘সার্টিফিকেট কোর্স অন ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স’ শীর্ষক কোর্সের ষষ্ঠ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল কাকরাইলস্থ সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ড ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ডের নির্বাহী কমিটির চেয়ারম্যান মু: ফরীদ উদ্দীন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (ইওইগ) মহাপরিচালক ড. মো: আখতারুজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেনÑ সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ডের ভাইস চেয়ারম্যান মাওলানা এম শামাউন আলী, ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হুমায়রা আজম, আল-আরাফাহ ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ ইন্স্টিটিউটের ডিরেক্টর জেনারেল মো: আব্দুল আউয়াল সরকার এবং বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের পরিচালক ড. মোহাম্মদ আমির হুসেইন, বিআইবিএমের ফ্যাকাল্টি মেম্বার ড. মো: মহব্বত হোসেন এবং অ্যাওইফি ও সিএসবিআইবি-এর মাস্টার ট্রেইনার ইন্টারন্যাশনাল শরিয়াহ রিসার্চ একাডেমি ফর ইসলামিক ফাইন্যান্স মালয়েশিয়ার গবেষক মেজবাহ উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য প্রদান করেন সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ডের সেক্রেটারি জেনারেল মো: আবদুল্লাহ শরীফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ডের ইনচার্জ (প্রশাসন) সৈয়দ সাখাওয়াতুল ইসলাম। বিজ্ঞপ্তি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews