নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ১ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০৫ হেরোইনসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রহিম (৩০), আবুল হাসান দরানী (৩৩) ও মো. নুর নবীকে (৪৫) ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

অপরদিকে, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অপর একটি অভিযানে ১০৫ হেরোইনসহ মো. নাদিমকে (২২) আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিডি-প্রতিদিন/মাইনুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews