গবেষকদের তথ্যমতে, ১৯৯৪ থেকে ২০২২ সালের মধ্যে চালানো ৬৩টি গবেষণার তথ্য বিশ্লেষণ করে ওয়্যারলেস প্রযুক্তির কারণে মস্তিষ্কের ক্যানসারের ঝুঁকি তৈরি হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। যাঁরা দীর্ঘ সময় ধরে ফোনে কথা বলেন বা যাঁরা এক দশকের বেশি সময় ধরে মুঠোফোন ব্যবহার করছেন, তাঁদের মধ্যে মস্তিষ্কে ক্যানসার হওয়ার ঝুঁকি দেখা যাচ্ছে না। এ বিষয়ে নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ক্যানসার গবেষক মার্ক এলউড বলেন, গবেষণায় মুঠোফোনের পাশাপাশি টেলিভিশন, মনিটর ও রাডারে ব্যবহৃত রেডিও ফ্রিকোয়েন্সির প্রভাব মূল্যায়ন করা হয়েছে। কোনো বাড়তি ঝুঁকি দেখা যাচ্ছে না।