প্রথম আলো পরিবারের আট শতাধিক সদস্যের এই সম্মেলনে গণমাধ্যমটির ২৭ বছরের পথচলার গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তুলে ধরেন সম্পাদক মতিউর রহমান। সত্য প্রকাশের মাধ্যমে সাহসী সাংবাদিকতায় অবিচল থাকার কথা উল্লেখ করে বর্তমান সময়ের সাংবাদিকতার চ্যালেঞ্জগুলো তুলে ধরেন তিনি। সামনের দিনগুলোতে কীভাবে সাহসের সঙ্গে সত্য খবর প্রকাশ করে যেতে হবে, সে বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন প্রথম আলো সম্পাদক।
সুশাসন ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যাশা তুলে ধরে মতিউর রহমান বলেন, ‘আমাদের প্রগতিশীলতা, মুক্তিযুদ্ধের আদর্শকে সমুন্নত রাখতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে অব্যাহত রাখতে হবে। জাতীয় সমঝোতা, ঐক্যের চেষ্টা অব্যাহত রাখতে হবে।’
বাংলাদেশের জয়, বাংলাদেশের সফলতা, অগ্রগতি, উন্নতিকে সামনে রেখে এগিয়ে যাওয়াই প্রথম আলোর লক্ষ্য বলে উল্লেখ করেন সম্পাদক মতিউর রহমান। তিনি বলেন, ‘এর বাইরে প্রথম আলোর আর কোনো এজেন্ডা ছিল না, ভবিষ্যতেও থাকবে না। আমরা গণতন্ত্র চাই, আমরা আইনের শাসন চাই। আমরা একটা সামাজিক সমঝোতাও চাই, জাতীয় ঐক্যও আমরা চাই। এগুলোই আমাদের এজেন্ডা। আমরা শ্রমিকের, কৃষকের জীবনে উন্নতি চাই, নারীর অধিকার চাই। সকল ক্ষেত্রে আমরা বাংলাদেশের জয় চাই।’