ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে ‘অধ্যাপক ড. হোসনে আরা হায়দার কোরাইশী ট্রাস্ট ফান্ড’ শীর্ষক নতুন একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। এই ট্রাস্ট ফান্ড গঠনের লক্ষ্যে ইনস্টিটিউটের দুই সাবেক শিক্ষার্থী হোসনেআরা বেগম এবং মো: আলী হায়দার কোরাইশী ১০ লাখ টাকার একটি চেক গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে হস্তান্তর করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মাহবুবা সুলতানাসহ দাতা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতি বছর ঢাকা বিশ^বিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ৮ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।
ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ট্রাস্ট ফান্ড গঠনের জন্য দাতাদের ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি।