গুগল ক্রোম
গুগল ক্রোম ব্রাউজারে গুগল ট্রান্সলেট সুবিধা যুক্ত করে খুব সহজে ভিন্ন ভাষায় লেখা ওয়েবসাইটের তথ্য ইংরেজি ভাষায় পড়া যায়। এ জন্য গুগল ক্রোম ব্রাউজার চালু করে ডান দিকে ওপরে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করে সেটিংস অপশন নির্বাচন করতে হবে। এবার বাঁ দিকে থাকা ল্যাঙ্গুয়েজ ট্যাবে ক্লিক করে ‘ইউজ গুগল ট্রান্সলেট’ অপশনের টগল চালু করতে হবে। এরপর অপরিচিত ভাষায় লেখা ওয়েবসাইটে প্রবেশ করলেই অ্যাড্রেস বারের পাশে পপআপ মেনু দেখা যাবে। মেনুটিতে ক্লিক করলে ওয়েবসাইটের লেখাগুলো ইংরেজি ভাষায় অনুবাদ হয়ে যাবে। পপআপ মেনু দেখা না গেলেও সমস্যা নেই, ভিন্ন ভাষায় লেখা ওয়েবসাইটের লেখার ওপর কারসর রেখে মাউসের ডান বাটনে ক্লিক করতে হবে। এবার ট্রান্সলেট টু ইংলিশ অপশনে ক্লিক করলেই ওয়েবসাইটের ভাষা ইংরেজিতে অনুবাদ হয়ে যাবে।