ইউয়ান ওয়াং ৫ নামে চীনের একটি রিসার্চ জাহাজ কয়েকদিন ধরে শ্রীলংকার বন্দরে ভেড়ার চেষ্টা চালাচ্ছে৷





কিন্তু প্রতিবেশী ভারত শ্রীলংকার বন্দরে চীনের জাহাজটি নোঙর করার ব্যাপারে আপত্তি জানায়৷ এরফলে শ্রীলংকা এ জাহাজটিকে তাদের সমুদ্র সীমার ভেতর আসার অনুমতি দেয়নি৷

কিন্তু কয়েকদিনের নাটকীয়তার পর এবং ভারতের প্রবল আপত্তির পরও জাহাজটিকে নিজেদের বন্দরে নোঙরের অনুমতি দিয়েছে শ্রীলংকা।

ইউয়ান ওয়াং ৫ জাহাজটি আন্তর্জাতিক সাইটগুলোর তথ্য অনুযায়ী একটি রিসার্চ এবং জরিপ জাহাজ।

তবে ভারতের শঙ্কা এটি একটি গোয়েন্দা জাহাজ৷ শ্রীলংকায় নোঙর করে ভারত মহাসাগরে নজরদারি চালাতে শ্রীলংকায় নোঙর করতে চায় জাহাজটি।

তাছাড়া ভারতের শঙ্কা শ্রীলংকার বন্দর থেকে ভারতের সামরিক স্থাপনার ওপরও নজরদারি চালাতে পারে এ জাহাজ৷ খবর এনডিটিভির৷

এদিকে এ জাহাজটির ১১ আগস্ট হাম্বানটোটা বন্দরে আসার কথা ছিল৷ এরপর ভারত আপত্তি জানানোর পর শ্রীলংকা জাহাজটিকে হাম্বানটোটায় আসা থেকে বিরত থাকতে বলে৷

এখন শোনা যাচ্ছে ১৬ আগস্ট এটি হাম্বানটোটায় এসে পৌঁছাবে৷ বর্তমানে এটি বন্দর থেকে এক হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে এবং ধীরে ধীরে এগিয়ে আসছে৷

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শ্রীলংকার পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত বিষয়টি সরাসরি প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে অবহিত করেছিল। কিন্তু 'কেন শ্রীলংকায় চীনের এ জাহাজটি ভিড়তে দেওয়া উচিত হবে না' সেটির সন্তোষজনক কারণ দেখাতে না পারায় শ্রীলংকা জাহাজটিকে নোঙর করার অনুমতি দিয়েছে৷

সূত্র: এনডিটিভি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews