রংপুরের পীরগাছায় দোকানের অবস্থান নিয়ে বিরোধের জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক ধান-চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৪৫)।

শুক্রবার রাতের এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার জানান, পীরগাছা উপজেলা শহরের মাছহাটি এলাকায় অনন্তরাম কসাইবাড়ির ফারুক মিয়ার কাছ থেকে ১০ হাজার টাকায় অবস্থান নিয়ে কিছু দিন কাঁচামালের ব্যবসা করছিলেন দেলোয়ার হোসেন। পরে তিনি সেখানে ধান-চাল ভুট্টা কেনা-বেচার ব্যবসাও করতে থাকেন। ওই জায়গা নিয়ে বিরোধ তৈরি হয় কয়েক মাস থেকে। এরই জেরে শুক্রবার রাত ১১টার দিকে সমঝোতার কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান ফারুক। তার পর রেললাইনের ধারে ১০ থেকে ১২ জন মিলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায়। এতে ঘটনাস্থলেই দেলওয়ার মারা যান।

সুশান্ত কুমার জানান, রাতেই তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। এ ঘটনায় শফিকুল ও সবুজ নামের দুজনকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

খুনের শিকার দেলওয়ারের স্ত্রী আনোয়ারা বেগম জানান, আমার নিরপরাধ স্বামীকে ফারুক আপস করার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। এখন আমি আমার দুই ছেলেকে নিয়ে কোথায় যাবো। আমি আমার স্বামীহত্যাকারী ফারুকসহ অন্যদের ফাঁসি চাই।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews