নিজস্ব ভিডিও গেম স্টুডিও স্থাপন করতে যাচ্ছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম নেটফ্লিক্স। ফিনল্যান্ডের হেলসিংকিতে এই স্টুডিও খোলা হবে। নতুন স্টুডিওটি পরিচালনার দায়িত্বে থাকবেন মার্কো লাস্টিকা। নেটফ্লিক্সে গেমিং স্টুডিওর ভাইস প্রেসিডেন্ট আমির রহিমি সোমবার এক ব্লগ পোস্টে এসব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

গত বছরের নভেম্বর থেকে চারটি গেম ডেভেলপার কম্পানি কিনেছে নেটফ্লিক্স। এরপর উন্মোচন করেছে ৩১টি মোবাইল গেম। বছরের শেষ নাগাদ এই সংখ্যা ৫০-এ নিয়ে যেতে চায় তারা। তিনি আরো জানান, তাঁদের বিশ্বমানের গেম স্টুডিওতে আকর্ষণীয় ও মজার মজার গেম তৈরি করা হবে। গেমগুলোতে কোনো বিজ্ঞাপন থাকবে না। ইন-অ্যাপ পারচেজের ঝামেলাও নেই। নেটফ্লিক্স অ্যাপের ভেতরেই গেমগুলো পাওয়া যাবে। তবে ডাউনলোডের পর গেমগুলো আলাদা অ্যাপ হিসেবে ডাউনলোড হবে। মহামারির প্রকোপ কমতে শুরু করলে গ্রাহকসংখ্যাও কমে আসতে থাকে নেটফ্লিক্সের। বছরের প্রথম প্রান্তিকে তারা হারিয়েছে দুই লাখ গ্রাহক। তাই অরিজিনাল গেম তৈরি করে গ্রাহক টানতে চায় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরমটি।

 সূত্র : বিবিসি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews