দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন দোহাজারী পৌরসভার জামিজুরী গ্রামের জসিম উদ্দিনের দুই সন্তান সপ্তম শ্রেণির শিক্ষার্থী ওকারউদ্দিন (১২) ও ৯ম শ্রেণির শিক্ষার্থী উম্মে হাবিবা (১৫) ও জামিজুরী গ্রামের অটোরিকশাচালক রুহুল আমিন (৪৫)। এ সময় তুসিন (১৫) নামের আরেক শিক্ষার্থী আহত হয়। সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ সকালে রুহুল আমিনের অটোরিকশায় বাড়ি থেকে কোচিংয়ে যাচ্ছিল তিন শিক্ষার্থী। এ সময় চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের যাত্রীবাহী চেয়ারকোচ অটোরিকশাটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন ওকারউদ্দিন ও রুহুল আমিন। গুরুতর আহত উম্মে হাবিবাকে প্রথমে দোহাজারী হাসপাতালে নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।