ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠা নিয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান আলোচনাকে ‘সহজ নয়’ বলে মন্তব্য করেছেন ন্যাটোর প্রধান মার্ক রুটে। তিনি ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের ওপর রাশিয়ার ‘ভয়াবহ হামলার ধারাবাহিকতা’কেও তীব্র নিন্দা জানিয়েছেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানায়।

খবরে বলা হয়, রুটে বলেন, এই আলোচনা সহজ নয়, বিশেষ করে এ ধরনের ভয়াবহ সহিংসতার পটভূমিতে। কিন্তু আমরা সবাই প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে সমর্থন করছি।

ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় আকস্মিক সফরের সময় তিনি এ কথা বলেন। সেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন।

এদিকে জেলেনস্কি বলেন, যদি কোনো শান্তিচুক্তি হয়, তাহলে রাশিয়াকে আবারও হামলা চালানো থেকে বিরত রাখতে কার্যকরভাবে বিদেশি সেনা মোতায়েনের প্রস্তুতি নিতে হবে।

তিনি বলেন, যুক্তরাজ্য, ফ্রান্স ও অন্যান্য ন্যাটো সদস্য রাষ্ট্র ইতোমধ্যে ইউক্রেনে একটি নিরাপত্তা বাহিনী মোতায়েনের জন্য সক্রিয়ভাবে প্রস্তুতি নিচ্ছে। এই প্রক্রিয়ায় আমাদের সবাইকে পটু ও দক্ষ হতে হবে।

রাশিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় বহু বেসামরিক লোক নিহত হওয়ার পর ইউক্রেনের জন্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও রুটেকে জানান জেলেনস্কি।

ইউক্রেনীয় নেতা বলেন, ইউক্রেনের জন্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্রের প্রয়োজনীয়তা যে কতটা তীব্র, তা সবাই স্পষ্টভাবে দেখছে। আমরা আজ এ বিষয়টি নিয়ে অনেক আলোচনা করেছি।

বিডি প্রতিদিন/নাজিম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews