রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গে ৮ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১৩ জনের মধ্যে রাজশাহীর ৩, নাটোর ১, চাঁপাইনবাগঞ্জেরর ১, পাবনার ৫ এবং নওগাঁর ৩ জন আছেন।
রামেক হাসপাতালের পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৪৮ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৫১৩ টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৪৩৩ জন। গত ২৪ ঘণ্টায় রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ২৯৫টি নমুনা পরীক্ষায় ৭২ জনের করোনা শনাক্ত হন। রাজশাহীতে শনাক্তের হার ২৪ দশমিক ৩২ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ১৭৩ নমুনায় ২৮ জন শনাক্ত হন। এ জেলায় শনাক্ত হার ১৬ দশমিক ১৮ শতাংশ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews