বরিশাল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিএনপির নেতা ও নেত্রীকে মারধরের ঘটনায় বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ প্রায় তিনশ নেতাকর্মীর নামে পৃথক দুইটি মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) কোতয়ালি মডেল থানায় মামলা দুইটি করা হয়েছে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন।

তার মামলায় বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গির, সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ ২৬ জন নামধারী ও ৬০ জন অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।  মামলায় আসামিদের বিরুদ্ধে মারধর, শ্লীলতাহানি, চুরি, খুন জখমের হুমকিসহ বিস্ফোরণ ঘটানোর অভিযোগ আনা হয়েছে।

বাদী অভিযোগ করেন কালো পতাকা দিবস পালন করতে সদর রোড গেলে আসামিরা বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে গুলি চোরে, বোমা নিক্ষেপ করেন। এসময় নামধারীসহ অজ্ঞাতপরিচয় আসামিরা বাদীকে আটকে মারধর, শ্লীলতাহানি চুরি ও খুন জখমের হুমকি দিয়েছেন। অপর মামলার বাদী হলেন সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মিন্টু।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করতে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় আসেন। তখন আওয়ামী লীগের নামধারী ৩৮জনসহ অজ্ঞাতপরিচয় ২শ নেতাকর্মী হামলা করে। তারা গুলি করে জখম করাসহ খুন জখমের হুমকি দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৪
এমএস/এএটি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews