চোরাই মোবাইল ফোনসহ মো. আকাশ আলী (২৩) নামে সংঘবদ্ধ চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পল্লবী থানার ১১ নম্বর সেকশনের ই-ব্লক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান
তিনি জানান, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে পল্লবী থানার ১১ নম্বর সেকশনের ই-ব্লকের লালমাটিয়া শেখ কামাল উচ্চবিদ্যালয় মার্কেটের শান্ত মোবাইল দোকানের সামনে কতিপয় ব্যক্তি চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় করছে, এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় পল্লবী থানার কুইক রেসপন্স টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় আকাশকে গ্রেফতার করা হয়। এ সময় কয়েকজন কৌশলে পালিয়ে যায়। পরে আকাশের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ২০টি স্মার্টফোন ও ১৪টি বাটন ফোন উদ্ধার করা হয়। যেগুলোর আনুমানিক মূল্য দুই লাখ ৫৫ হাজার টাকা।
এ বিষয়ে গ্রেফতার আকাশ আলী ও তার সহযোগীদের বিরুদ্ধে পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জিজ্ঞাসাবাদের বরাতে থানা পুলিশ জানায়, গ্রেফতার আকাশ ও পালিয়ে যাওয়া তার সহযোগীরা সংঘবদ্ধ মোবাইল ফোন চোর চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন স্থান থেকে চোরাই মোবাইল ফোন সংগ্রহ করে পল্লবী এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্রয় করতো।
গ্রেফতার আকাশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ ।