সংস্কৃতি অঙ্গণে অভিনয়, সঙ্গীত ও নৃত্যশিল্পী যুগল সবসময়ই দেখা গেছে। তবে একই পরিবারের বাবা, মা, ভাই ও বোন প্রত্যেকেই অভিনয় শিল্পী এমন পরিবার সংস্কৃতি অঙ্গণে কম দেখা যায়। এমন একটি পরিবার শফিউল আলম বাবু ও নাবিলা আলম পলিন পরিবার। এই দম্পতি নিজেরা যেমন সংস্কৃতি অঙ্গণে জড়িয়ে আছেন, তেমনি তাদের পুত্র ঈশরাক আফ্রিদ অন্তিক ও কন্যা মেলিতা মেহজাবিন অর্পাও সংস্কৃতি অঙ্গণে কাজ করছেন। শফিউল আলম বাবু একাধারে উপস্থাপক ও অভিনেতা। তার জন্ম চাঁদপুরে। শৈশব, কৈশর কেটেছে চাঁদপুরেই। দশম শ্রেণীতে পড়ার সময়ই বর্ণচোরা নাট্যগোষ্ঠীতে যোগ দেন। সেখানেই তার হাতেখড়ি। লেখাপড়ার সুবাদে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন জাহাঙ্গীর নগর থিয়েটারে কিছুদিন নাট্যাচার্য্য সেলিম আলদীনের সহচর্যে ছিলেন। ১৯৯৪ সালে বাংলাদেশ টেলিভিশন এ উপস্থাপনায় ও অভিনয়ে তালিকাভুক্ত হন। ২০০০ সাল থেকে ২০০৭ পর্যন্ত টানা উপস্থাপনা করেন বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘সপ্তডিঙা’। বাবু জানান, বিটিভির সিনিয়র প্রযোজক ও গীতিকার নুরুজ্জামান শেখ (প্রয়াত) আমাকে উপস্থাপনা শিখিয়েছেন। একটানা দীর্ঘ সময় ‘সপ্তডিঙা’ অনুষ্ঠানটি আমি পরিকল্পনা ও উপস্থাপনা করে গেছি। পাশাপাশি নাটকেও অভিনয় করেছি। এখন নাটক, সিনেমা, ওটিটির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছি। আমার দীর্ঘ পথচলায় এখন পর্যন্ত ১০০টির উপরে একক নাটক, ২২ টি ধারাবাহিক, ৫টি ওয়েব সিরিজ, ৭ টি পূর্ণদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করেছি। আমেরিকা, অষ্ট্রেলিয়া, চীন, দুবাই, বাহরাইন, মালয়েশিয়ায় অনেক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। উল্লেখ্য, সংস্কৃতি অঙ্গণে অবদান স্বরূপ বাবু পেয়েছেন বাচসাস, বাবিসাস, এজেএফবি, ডিসিআরইউ, পুরষ্কারসহ অসংখ্য পুরষ্কার। শফিউল আলম বাবুর স্ত্রী নাবিলা আলম পলিন জুডুতে বাংলাদেশ গেমসে ব্রোঞ্জ পদক প্রাপ্ত ও ইন্টার ডিষ্ট্রিক গেমসে মার্শাল আর্টে গোল্ড মেডেল প্রাপ্ত। মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট ও টু ড্যান হোল্ডার, ব্যাডমিন্টনে জাতীয় পর্যায়ের খেলোয়াড়। খেলাধুলার পাশাপাশি তিনি সংস্কৃতি অঙ্গণেও জড়িয়ে আছেন। নজরুল একাডেমীতে দুই বছর সঙ্গীতের ওপর তালিম নিয়েছেন। মঞ্চ নাটকেও অভিনয় শুরু করেন। বাংলাদেশ বেতারে ১৯৯৪ সালে এবং বিটিভিতে ১৯৯৯ সালে অভিনয় শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৯৬ সালে শফিউল আলম বাবুর সাথে বিয়েবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পরও অভিনয় চালিয়ে যান। এ পর্যন্ত তিনি ১৫০টির বেশি একক নাটক, ১২ টি ধারাবাহিক নাটক, ৫টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ৬টি ওয়েব সিরিজ ও ফিল্ম করেছেন। পুরস্কার হিসেবে পেয়েছেন বাচসাস, বাবিসাস, এজেএফবি, আমরা কুড়ি পুরস্কার। বাবু-পলিন দম্পতির ছেলে ঈশরাক আফ্রিদ অন্তিক বাবা-মায়ের হাত ধরে মাত্র ৫ বছর বয়সে অভিনয় শুরু করেন। শিশু শিল্পী হিসেবে অন্তিকের যাত্রা শুরু হয় হূমায়ূন আহমেদের নাটকের মাধ্যমে। হুমায়ূন আহমেদের প্রায় ৩৭ টি নাটক ও ২ টি সিনেমায় অন্তিক অভিনয় করার সুযোগ পেয়েছিল। তার কথা বলতে গিয়ে হুমায়ূন আহমেদ বলেছিলেন, এই ছেলেটা অভিনয় করতে চায় না, কিন্তু ও যা করে তাই অভিনয় হয়ে যায়, তাই ও আমাকে ছাড়তে চাইলেও আমি ওকে ছাড়িনা। অন্তিক ইতোমধ্যে বিবিএ স¤পন্ন করেছে। অভিনয়ের পাশাপাশি তিনি গানও করেন। বাবু-পলিন দম্পতির কন্যা মেলিতা মেহজাবিন অর্পাও শৈশব থেকেই অভিনয় শিল্পের সাথে স¤পৃক্ত। শিশু শিল্পী হিসেবে ইতোমধ্যে ৫০টির বেশি নাটকে অভিনয় করেছেন। ৩টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের ১টিতে শিশু শিল্পী হিসেবে, ২টিতে কিশোরী হিসেবে অভিনয় করেছেন। অর্পার ইচ্ছা অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ডিজাইনিং এ বিদেশ থেকে উচ্চতর ডিগ্রি নেয়া। তিনি মনে করেন, শিক্ষা ও সংস্কৃতির পাশাপাশি প্রত্যেক মানুষের পোশাক স¤পর্কে সচেতন হওয়া জরুরি। যত ফ্যাশনেবল বা সাধারণ পোশাকই হোক না কেন, কোন পরিবেশে একজন মানুষ কি পোশাক পরবে, তা যেমন রুচির পরিচায়ক, তেমনি তাতে তার শিক্ষা, সংস্কৃতি, স্থান-কাল-পাত্র, আভিজাত্য ও স্বীয়মনন এর বহিঃপ্রকাশ ঘটায়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews