মঙ্গলগ্রহে ঘুরে বেড়ানো নাসার পার্সিভিয়ারেন্স রোভার সম্প্রতি এক ব্যতিক্রমী সেলফি পাঠিয়েছে পৃথিবীতে—ছবিটির পটভূমিতে দেখা যাচ্ছে এক ‘ডাস্ট ডেভিল’ বা ধূলিঝড়। ছবিটিতে দেখা যায়, রোভার থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে হালকা ধূলির আবরণ নিয়ে মাটির ঘূর্ণি উঠছে, যেন এক ধোঁয়াটে প্রাকৃতিক দৃশ্য।

এই ছবিটি তোলা হয়েছে রোভার-এর ১,৫০০তম ‘সোল’-এ (মঙ্গলের একটি দিন), যা পৃথিবীর হিসেবে ১,৫৪১ দিন। রোবটিক বাহুর মাথায় লাগানো ক্যামেরা দিয়ে তোলা মোট ৫৯টি ছবিকে একত্র করে এই সেলফিটি তৈরি করা হয়েছে।

পার্সিভিয়ারেন্স তখন অবস্থান করছিল ‘উইচ হ্যাজেল হিল’ নামক একটি অঞ্চলে, যা মঙ্গলের জেজেরো ক্রেটার এলাকায় পড়ে। গত পাঁচ মাস ধরে এই এলাকা ঘুরে দেখছে রোভার।

ছবিটি সম্পর্কে মন্তব্য করেছেন মেগান উ, মালিন স্পেস সায়েন্স সিস্টেমসের ইমেজিং বিজ্ঞানী। এই প্রতিষ্ঠানই রোভার-এর ক্যামেরা বানিয়েছে। উ বলেন, ‘রোভার-এর বাহু ঘুরিয়ে ছবি তোলার পুরো কাজটি করতে এক ঘণ্টা সময় লেগেছে, তবে ডাস্ট ডেভিলের মতো মুহূর্ত ক্যামেরাবন্দি হওয়ায় পরিশ্রমটা সার্থক হয়েছে।’

রোভার-এর গায়ে লেগে থাকা লাল ধুলা প্রমাণ করে যে এটি ইতোমধ্যে বহু পাথরে ড্রিল করেছে। ছবিতে এই ড্রিল করে নেওয়া সাম্প্রতিক একটি নমুনার গর্তও দেখা যায়।

নাসার জাস্টিন মাকি, যিনি পার্সিভিয়ারেন্স-এর চিত্র বিভাগের নেতৃত্ব দিচ্ছেন, জানান, এই সেলফিটি রোভার-এর যন্ত্রাংশ ও আশপাশের ভূপ্রকৃতি খুব স্পষ্টভাবে দেখায়। এটি বৈজ্ঞানিক মূল্যেও গুরুত্বপূর্ণ।

কীভাবে এই সেলফিটি তোলা হলো?

২০২০ সালে উৎক্ষেপণ হওয়া এই রোভার বর্তমানে জেজেরো ক্রেটারে নমুনা সংগ্রহে ব্যস্ত। এটি পার্সিভিয়ারেন্স-এর পঞ্চম সেলফি। ছবিগুলি তোলা হয়েছে রোভার-এর WATSON (Wide Angle Topographic Sensor for Operations and Engineering) ক্যামেরা দিয়ে। সেলফি সম্পূর্ণ করতে রোভার-এর মাস্ট বা উঁচু অংশ ফোকাস করে আরও তিনটি ছবি আলাদাভাবে নেওয়া হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews