ঢাকা: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে সব ক্যাডারদের প্রত্যাহার করে অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবি পূরণের আশ্বাসে সারা দেশে চলা কর্মবিরতি স্থগিত করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (৩ অক্টোবর) পর্যন্ত এটি স্থগিত থাকবে।

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ শরীফুল ইসলাম এক বিবৃতিতে এ ঘোষণা দেন।  

এদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালে এক দফা দাবিতে কর্মবিরতি পালন শুরু করেন নার্সরা। দাবি দ্রুত সময়ে না মানলে আগামী দুই দিনও কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছিল।

কর্মবিরতির বাইরে ছিল হাসপাতালের জরুরি বিভাগ এবং আইসিইউ ও সিসিইউ ওয়ার্ড।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
আরকেআর/এমজে





Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews