ঢাকা: রাজধানীর খিলগাঁও থানার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি মাহমুদ খান স্বপন (৫২) ও খিলগাঁও থানার দুই নম্বর ওয়ার্ডের যুব মহিলা লীগের সভাপতি ফাতেমা আক্তারকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।



মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা চালানোর অভিযোগে মামলাটি করা হয়।







মামলার এ দুই আসামিকে খিলগাঁওয়ের পৃথক স্থান থেকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ০২২৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫

এজেডএস/এসআই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews