বগুড়ার শাজাহানপুরে উপজেলায় বাঁশঝাড় থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল ১০ টায় উপজেলার গণ্ডগ্রাম কালিতলা বাঁশঝাড়ের ভিতর থেকে লাশটি উদ্ধার করে শাজাহানপুর থানা পুলিশ।
স্থানীয় এক স্কুল শিক্ষিকা জানায়, গণ্ডগ্রাম কালিতলা বাঁশঝাড়ে এক নারীর লাশ দেখতে পায় এলাকাবাসী। তার মুখে ও শরীরের বিভিন্ন স্থানে জখমের দাগ দেখা যায়।শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ জানান, এখন পর্যন্ত মৃতদেহের পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন