৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে আল্লু অর্জুন ও রাশ্মিকা মন্দানা অভিনীত ছবি ‘পুষ্পা ২’। গত দুই বছরে বার বার পিছিয়েছে এই সিনেমার মুক্তি। সিনেমা নির্মাণের সময় যতো খরচ হয়েছে, মুক্তির আগেই তার চেয়ে বেশি উপার্জন করে ফেলেছে ‘পুষ্পা ২’, এমনটাই গুঞ্জন সিনেপাড়ায়।

তেলুগু ভাষার পাশাপাশি তামিল, কন্নড়, মালায়লাম, হিন্দি, এমনকি বাংলাতেও মুক্তি পাচ্ছে এই ছবি। বক্স অফিস সূত্রে খবর, এই ছবির নির্মাণে খরচ হয়েছে ৪০০ থেকে ৫০০ কোটি রুপি। এমনিতেই ছবি মুক্তির অপেক্ষায় অনুরাগীরা। এর আগে ফের বদল। ছবির বেশ কিছু জায়গায় আপত্তি জানিয়েছে সেন্সর বোর্ড। মুক্তির দোরগোড়ায় এসে কী কী বদল করতে বলা হল নির্মাতাদের?

বৃহস্পতিবারই সেন্সর বোর্ড ছবিকে ইউ/এ শংসাপত্র দিয়েছে। ছবির সময়সীমা ৩ ঘণ্টা ২২ মিনিট। যার ফলে এই ছবি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে দীর্ঘতম ছবিগুলির একটি হতে চলেছে। যদিও ছবিতে বেশ কিছু দৃশ্যে কাঁচি চালানোর নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। যার মধ্যে অন্যতম তিনটি জায়গায় ‘ছাপার অযোগ্য’ কিছু শব্দ ব্যবহার করা হয়েছে বলে তা পরিবর্তন করতে বলা হয়েছে। এ ছাড়াও দক্ষিণ ভারতে পূজিত দেবতা ভেঙ্কটেশ্বরের নাম বদলে কেবল ‘ঈশ্বর’ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এবং অল্লুর একটি দৃশ্য বদল করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়াও একটি অ্যাকশন দৃশ্যে, অল্লু যেখানে শত্রুপক্ষের পা উপড়ে নিয়ে হাওয়ায় উড়িয়ে দিচ্ছেন, সেটিতেও বদল আনতে বলা হয়েছে।

উল্লেখ্য, ‘পুষ্পা ১’-এর সাফল্যের পাশাপাশি লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে অল্লুর পারিশ্রমিকের পরিমাণও। কানাঘুষো শোনা যাচ্ছে, প্রথম পর্বের চেয়ে এ বার নাকি ছ’গুণ বেশি পারিশ্রমিক আদায় করেছেন অভিনেতা।

বিডি প্রতিদিন/নাজমুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews