রাজশাহী মহানগর ছাত্রলীগের এক নেতাসহ সংগঠনের ১২-১৩ জনের বিরুদ্ধে পর্যটন মোটেলে মদ্যপান করে গ্লাস ও মুঠোফোন ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় মোটেল কর্তৃপক্ষ গেটে তালা দিয়ে তাঁদের আটকে পুলিশের খবর দেয়। পরে স্থানীয় ছাত্রলীগ নেতা গিয়ে সমঝোতা করেন। একপর্যায়ে বিল পরিশোধ করে মুচলেকা দিয়ে ছাড়া পান ছাত্রলীগের নেতা-কর্মীরা।

শুক্রবার দিবাগত রাতে রাজশাহী পর্যটন মোটেলে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম ইশতিয়াক আহমেদ। তিনি রাজশাহী মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

এ বিষয়ে নগরের রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী প্রথম আলোকে বলেন, তাঁরা নিজেরাই মীমাংসা করে নিয়েছিলেন। যেহেতু পুলিশ ডাকা হয়েছিল, তাই পুলিশ গিয়ে মীমাংসার কাগজটা নিয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews