বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের তখন একটাই দুশ্চিন্তা- এই জুটি ভাঙার উপায় কী? সাধারণত সাকিব আল হাসানই এসব সংকটে সমাধানের পথ দেখান। আজও নিজের তৃতীয় ওভারেই তিনি ডোহেনির উইকেট নিয়ে সাকিব বাংলাদেশকে এনে দিলেন কাঙ্ক্ষিত ব্রেক থ্রু। ৩৮ বল খেলে ৩৪ রান করে আউট হন তিনি। আইরিশ টপ অর্ডারে ধস নামানোর জন্য এটুকুই যথেষ্ট ছিল। গতির ঝড় তুলে ইবাদত হোসেন ফেরান অভিজ্ঞ স্টার্লিংকে। দ্রুত স্টার্লিংয়ের পথ ধরেন হ্যারি টেক্টরও।

গতিতে আইরিশদের এলোমেলো হতে দেখে সাকিবকে থামিয়ে আরেক প্রান্ত থেকে তাসকিনকে ফিরিয়ে আনেন তামিম। আঘাত হানতে সময় বেশি নেননি তাসকিনও এবং সেটা জোড়া আঘাত। নতুন স্পেলের প্রথম দুই ওভারেই আউট আইরিশ অধিনায়ক বলবার্নি ও লরকান টাকার। আয়ারল্যান্ডের রান তখন ৭৬, মাত্র ১৬ রানে ওপরের দিকের ৫ ব্যাটসম্যান আউট!



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews