উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) সকাল থেকে শুরু হয়ে দুপুরে ভোট গ্রহণ শেষে বিকেলে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে দোয়াত-কলম প্রতীকে ১৭ ভোট পেয়ে নাহিদ হাসান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীকের ইউনুস আলী মণ্ডল পেয়েছেন ১৪ ভোট।
সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীকে ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নাজমুল হক শাওন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবাইল ফোন প্রতীকের আল-আমিন হোসেন পেয়েছেন ১৫ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে খেজুরগাছ প্রতীকে ২০ ভোট পেয়ে সাইফুল ইসলাম অনিক এবং গোলাপ ফুল প্রতীকে ১৬ ভোট পেয়ে হোসেল তামজীদ যৌথভাবে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বাঘ প্রতীকের আরিফুল ইসলাম পেয়েছেন ১৩ ভোট।
সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাইফুল হুদা (সোহেল হুদা) ও আব্দুল্লাহ হক। ক্যাশিয়ার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শরীফ।
সাংগঠনিক সম্পাদক পদে মোরগ প্রতীকে ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সঞ্জু আহমেদ। তার প্রতিদ্বন্দ্বী মই প্রতীকের রাশেদুজ্জামান পেয়েছেন ১২ ভোট। দফতর সম্পাদক পদে কলম প্রতীকে ১৯ ভোট পেয়ে শরিফুল ইসলাম রোকন নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী টিয়া পাখি প্রতীকের সাইদুল ইসলাম পেয়েছেন ১২ ভোট। ধর্ম সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইখলাচ উদ্দিন। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কাজী ফারুক আহম্মদ সোহাগ। ক্রীড়া সম্পাদক পদে ফুটবল প্রতীকে ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রিপন আলী। প্রচার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মীর রোকনুজ্জামান।
কার্যনির্বাহী সদস্য পদে কাপ-পিরিচ প্রতীকে সেলিম রেজা ২৪ ভোট, টেবিল প্রতীকে আরিফুল ইসলাম ২৩ ভোট এবং বাল্ব প্রতীকে খোন্দকার সালাহউদ্দিন ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী মোমবাতি প্রতীকের সজিব হোসেন পেয়েছেন ১৫ ভোট।
নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম, সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হেমায়েত উল্লাহ বেল্টু, আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান পিপিএম, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি রাজিব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সময়ের সমীকরণ সম্পাদক নাজমুল হক স্বপন, প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি, নয়া দিগন্তের জেলা প্রতিনিধি হুসাইন মালিকসহ বিএনপি ও জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দসহ গণমাধ্যমের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক ব্যাংক কর্মকর্তা সিরাজুল ইসলাম। সহকারী রিটার্নিং অফিসার ছিলেন শহিদুল ইসলাম ও অ্যাডভোকেট একরামুল হক। প্রিজাইডিং অফিসার ছিলেন এ কে এম ফারুক হোসেন।