গোপালগঞ্জ মেডিকেল কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থী আশিক হাসানের ভর্তি প্রক্রিয়া শেষ করতে ২০ হাজার টাকা অনুদান দিয়েছেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে আশিক হাসানের হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেন। টাকার অভাবে তার ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছিল।

আশিক হাসান বলেন, মেডিকেলে পড়ব সেই স্বপ্ন ছোট থেকেই ছিল। গোপালগঞ্জ মেডিকেল কলেজে ভর্তির জন্য চূড়ান্ত হলেও টাকার অভাবে ভেস্তে যেতে বসেছিল। পরে জেলা প্রশাসন  ভর্তির জন্য আর্থিকভাবে সহায়তা করেছে। যেভাবে সবার সহযোগিতা পেয়েছি, একজন ভালো চিকিৎসক হয়ে আমিও অন্যদের সহযোগিতা করব।

আশিক হাসানের বাবা রেজাউল ইসলাম বলেন, অভাবের সংসারে টানাপোড়েনের মাধ্যমে আশিককে পড়ালেখা করিয়েছি। সে এখন মেডিকেল কলেজে ভর্তি হবে। আমি চাই, সেও যেন ভবিষ্যতে অন্যের উপকারে এগিয়ে আসে।

জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন, আশিক হাসান মেডিকেলে ভর্তির সুযোগ পেলেও টাকার অভাবে দুশ্চিন্তায় ছিলেন। বিষয়টি নজরে আসার পরপরই প্রাথমিকভাবে ভর্তিসহ আনুসাঙ্গিক খরচের জন্য আমরা তাকে সহায়তা করেছি। ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে জেলা প্রশাসন তার পাশে থাকবে। শুধু আশিক হাসানের ক্ষেত্রে নয়, জেলার প্রতিভাবান শিক্ষার্থীদের তাদের শিক্ষাজীবনের প্রতিবন্ধকতা দূর করতে যা প্রয়োজন, জেলা প্রশাসন সেই উদ্যোগ গ্রহণ করবে।

আশিক হাসান জয়পুরহাট পৌর শহরের পাঁচুরচক সোনার পাড়া মহল্লার রেজাউল ইসলামের ছেলে।

বিডি প্রতিদিন/এমআই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews