চ্যাটজিপিটির উদ্ভাবক এবং ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যানকে গত শুক্রবার পদ থেকে সরিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। প্রযুক্তিবিশ্বের তুমুল আলোচিত এ ঘটনার রেশ কাটতে না কাটতেই এক্সের (সাবেক টুইটার) প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্ডা ইয়াকারিনোকে পদত্যাগ করতে চাপ দেওয়ার খবর রটেছে। ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক্সের বড় বড় বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলো লিন্ডা ইয়াকারিনোকে পদত্যাগ করতে চাপ দিচ্ছে।