গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানার চারটি ওয়ার্ডের নির্বাচনে বেশিরভাগ ওয়ার্ডেই বহিষ্কার হওয়া নেতাদের জয়জয়কার হয়েছে।নির্বাচিতদের কেউ কেউ জাহাঙ্গীরপন্থী হওয়ায় আওয়ামী লীগ থেকে বহিষ্কার হয়েছেন। আবার কেউ কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোট করায় বিএনপি থেকে বহিষ্কার হয়েছেন।দল তাদের মূল্য না দিলেও ভোটাররা ঠিকই তাদের ওপর আস্থা রেখেছেন।





বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ চলে। পূবাইলের ৪টি ওয়ার্ডে (৩৯, ৪০, ৪১ ও ৪২) ৭৫ হাজার নারী-পুরুষ ভোটার ভোটযুদ্ধে অংশ নেন।

সেই নির্বাচনে পূবাইল থেকে নির্বাচিতরা হলেন— আ'লীগ থেকে বহিষ্কৃত প্রার্থী ৩৯নং ওয়ার্ডে ঠেলাগাড়ি মার্কায় মাসুদুল হাসান বিল্লাল, ৪০নং ওয়ার্ডে সদ্য বহিষ্কৃত পূবাইল থানা বিএনপির সদস্য সচিব সুপ্রিমকোর্টের আইনজীবী নজরুল ইসলাম খান বিকি (ঘুড়ি মার্কা), ৪১নং ওয়ার্ডে যুবলীগ নেতা আমজাদ হোসেন মোল্লা (ঠেলাগাড়ি মার্কা), ৪২নং ওয়ার্ডে মহানগর বিএনপির বহিষ্কৃত সদস্য সুলতান উদ্দিন আহমদ (লাঠিম মার্কা) নিয়ে জয়লাভ করেছে।

সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন হোসনে আরা সিদ্দিকী জুলি (চশমা মার্কা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মাহফুজা আক্তার মায়া (হেলিকপ্টার মার্কা)

পূবাইলের ৩৯নং ওয়ার্ডে মাসুদুল হাসান বিল্লাল ১০৬ ভোটে বর্তমান কাউন্সিলর শাহিনুল আলম মৃধাকে, ৪০নং ওয়ার্ডে নজরুল ইসলাম খান বিকি ৩ হাজার ভোটের ব্যবধানে স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তফা কামালেকে, ৪১নং ওয়ার্ডে যুবলীগ নেতা আমজাদ হোসেন মোল্লা ৪৮০ ভোটের ব্যবধানে বর্তমান কাউন্সিলর মোমেন মিয়াকে,

৪২নং ওয়ার্ডের সুলতান উদ্দিন আহমদ ২ হাজার ৪৭২ ভোটে বর্তমান কাউন্সিলর আবদুস ছালামকে এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে হোসনে আরা সিদ্দিকী জুলি (৪০, ৪১ ও ৪২নং ওয়ার্ড) ৭ হাজার ৫৫২ ভোটে মাহফুজা আক্তার মায়াকে পরাজিত করে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews