ময়মনসিংহে বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীরা বলেন, তাঁদের মিছিল থেকে ধর্ষণ-নারী নিপীড়ন বন্ধ ও দৃষ্টান্তমূলক শাস্তি, মোরাল পুলিশিং বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানানো হয়। মিছিলটি টাউন হলের দিকে যেতে চাইলে নতুন বাজার এলাকায় হামলার শিকার হয়। এ সময় ছাত্র ফন্টের জেলা শাখার আহ্বায়ক আরিফুল হাসান ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র ফ্রন্টের সহসভাপতি অর্ণব দাস আহত হন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই সময় পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা যায়।