নানা জানতে চাইলেন, ‘তুমি কী কষ্ট করেছ, তার প্রমাণ দাও।’নাতি এবার কেঁদে কেঁদে বললেন, ‘ছেলেকে নিয়ে হাটে গিয়েছিলাম। ছেলে জিলাপি খেতে চাইল। আমি পকেটে হাত দিয়ে দেখলাম আমার পকেটে কোনো টাকা নাই। কিন্তু ছেলে যে জিলাপি খাতে চাইল। আমি মাত্র দুখানা জিলাপি চুরি করলাম। এই দুখানা জিলাপি চুরির অপরাধে সারা হাটের লোক আমাকে ধরে পেটাল। তাহলে এই কষ্ট কি কম! তবে মার খেলেও আমি অপমান হইনি। কারণ, আমি আমার ছেলের জন্য জিলাপি চুরি করেছি। এখন আপনি বলেন, ছেলের জন্য তার মা কি এ রকম কোনো কষ্ট করেছে?’