উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ শেষে ফুটবলপ্রেমীরা একরকম আভাস পেয়েছেন কারা যাচ্ছেন সেমিফাইনালে। বার্সেলোনা ৪-০ গোলে ডর্টমুন্ডকে এবং পিএসজি ৩-১ গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়ে এক প্রকার সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। সেমিতে বার্সার সম্ভাব্য প্রতিপক্ষ ইন্টার মিলান বা বায়ার্ন মিউনিখ। তবে আজ রাতে হবে দুই হাইভোল্টেজ ম্যাচ। চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিরুদ্ধে কখনো জয় না পাওয়া রিয়াল মাদ্রিদের ম্যাচে সবার চোখ থাকবে। রিয়াল মাদ্রিদকে প্রথম লেগে ঘরের মাঠে ০-৩ গোলে হারিয়ে সেমির স্বপ্ন দেখছে এখন পর্যন্ত ইউরোপ সেরার শিরোপা না জেতা আর্সেনাল। যদিও ভক্তরা রিয়ালের চিরচেনা কামব্যাকের আশায় বুক বাঁধছেন। কেননা আজ খেলা হবে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। যেখানে অনেক ম্যাচেই প্রত্যাবর্তনের ইতিহাস রয়েছে বর্তমান শিরোপাধারীদের। তবে এবার বিষয়টি রিয়ালের জন্য কঠিন। ছন্দে নেই তারকারা। ২০০৫-০৬ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেছিল আর্সেনাল। তখন শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয়েছিল তারা। লন্ডনে ড্রয়ের পরে মাদ্রিদে হেরে গিয়েছিল রিয়াল। এখন দেখার পালা ঘরের মাঠে রিয়ালের কামব্যাক নাকি বাধা টপকে আর্সেনালের দিন। এদিকে আরেক ম্যাচে মুখোমুখি হবে ইন্টার ও বায়ার্ন। ইন্টারের সামনে সুযোগ শিরোপা পুনরুদ্ধারের। ২০০৯-১০ মৌসুমে শিরোপা জেতা দলটি প্রথম লেগে বায়ার্নকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেছে। লাওতারো মার্টিনেজ-মার্কোস থুরামরাও আছেন দারুণ ছন্দে। তবে বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলানের মধ্যে শেষ চারে যাওয়ার হাড্ডাহাড্ডি লড়াই।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews