ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নবম রাউন্ডের খেলায় লিজেন্ডস অব রূপগঞ্জকে ১৪ রানে হারিয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।

সোমবার বিকেএসপিতে টসে জিতে প্রাইম দোলেশ্বরকে ব্যাটিংয়ে পাঠায় রূপগঞ্জ।

শুরুতেই সানজামুল, নাবিল ও মোহাম্মদ শহীদের বোলিং তোপের মুখে পড়ে দোলেশ্বরের ব্যাটসম্যানরা।

৭ রান যোগ করেই দুই ওপেনার ইমরান ও নাবিল আউট হন।

দুজনে বেশ ভালোই খেলছিলেন। কিন্তু অবিবেচকের মতো রানআউট হন দুজনেই। সাইফ ও ফজলে করেন যথাক্রমে ১৬ ও ২৯ রান।

এরপর আর দাঁড়াতে পারেনি দোলেশ্বর। ১৯.৫ ওভারে অলআউট হওয়ার আগে দলটি ১১৮ রান সংগ্রহ করে।

রানআউট হয়ে ফেরা ফজলে মাহমুদের ২৯ রানই ইনিংসের ব্যক্তিগত সর্বোচ্চ। এছাড়া শামিম হোসেন পাটোয়ারি ১৭ ও সাইফ হাসান ১৬ রান করেন।

রূপগঞ্জের পক্ষে মোহাম্মদ শহীদ তিনটি এবং নাবিল সামাদ দুটি উইকেট শিকার করেন।

১১৯ রানের মামুলী লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৭ রানে ওপেনার পিনাক ঘোষকে হারায় রূপগঞ্জ। ওয়ান ডাউনে নেমে এবার ব্যর্থতার পরিচয় দিয়েছেন সাব্বির রহমান।

মাত্র ১ রান করে শফিকুল ইসলামের বলে এলবিডব্লিউ হন তিনি। তবে আল আমিন ও আরেক ওপেনার আজমির আহমেদ দলের হাল ধরেন।

আল আমিন ৩০ ও আজমির ২৩ রান করে সাজঘরে ফেরেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তারা আউট হয়ে ফিরলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে রূপগঞ্জের ইনিংস।

ব্যাটসম্যানরা শুধু আসা-যাওয়ার মধ্যে ছিলেন। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ দাঁড়ায় ১০৪ রান। ফলে ১৪ রানের জয় পায় দোলেশ্বর।

শেষদিকে মোহাম্মদ শহীদের ১৩ বলে ২১ রানের ক্যামিও পরাজয়ের ব্যবধানই কমিয়েছে শুধু।

দোলেশ্বরের পক্ষে কামরুল ইসলাম তিনটি ও শফিকুল ইসলাম দুটি উইকেট শিকার করেন।

আসরে এটি দোলেশ্বরের ষষ্ঠ জয়, অন্যদিকে রূপগঞ্জের ষষ্ঠ পরাজয়।

সংক্ষিপ্ত স্কোর

টস : লিজেন্ডস অব রূপগঞ্জ

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব : ১১৮/১০ (১৯.৫ ওভার)
ফজলে ২৯, শামিম ১৭
শহীদ ২৮/৩, নাবিল ১৭/২

লিজেন্ডস অব রূপগঞ্জ : ১০৪/৮ (২০ ওভার)
আল আমিন ৩০, আজমির ২৩
কামরুল ১৫/৩, শফিকুল ৬/২

ফল : প্রাইম দোলেশ্বর ১৪ রানে জয়ী।

দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন ফজলে মাহমুদ রাব্বি। ২৯ রান করতে অবশ্য ৩৮ বল খেলতে হয়েছে তাকে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews