জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের কোনো নাগরিককে দাবি করে অধিকার আদায় করতে হবে না। যোগ্যতার ভিত্তিতে ঘরে গিয়ে অধিকার পৌঁছে দেওয়া হবে। গণতন্ত্র আর উন্নয়নের বুলি আউড়িয়ে এ দেশের মানবতাকে কেড়ে নেওয়া হয়েছিল, গণতন্ত্রকে হত্যা করে দেশের টাকা চুরি করে নেওয়া হয়েছে।

তিনি বলেন, ২০২৪ সালে আবু সাঈদ নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে। সে আমাদের অহংকার ও বীর। তরুণদের নেতৃত্বে এ দেশের পরবর্তন এসেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কোনো মানুষকে অধিকার আদায়ের জন্য দাবি তুলতে হবে না, যার যার ঘরে ঘরে তার প্রাপ্য অধিকার পৌঁছে দেওয়া হবে।

সোমবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত বড়লেখা পৌরশহরের ইসলামী ব্যাংক প্রাঙ্গণে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের অহংকার। সেনাবাহিনীকে আমরা কোনো দলের পক্ষে নয়, জনগণের পক্ষে দেখতে চাই। প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছিলাম, আগামী রমজানের আগে অথবা ঈদের পরপরই যেন সংসদ নির্বাচনের আয়োজন করেন। সম্প্রতি তিনি এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তিনি যেন তার ওয়াদা রক্ষা করেন। 

বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর আমির এমাদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিত সঞ্চালন করেন।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনে আমাদের প্রবাসীরা ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। প্রবাসীদের শুধু রেমিট্যান্স যোদ্ধা বলেই তাদের মর্যাদা দিলে চলবে না। অবশ্যই তাদের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। দেশে থাকেন কিংবা বিদেশে থাকেন তাদের ভোট প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

অনুষ্ঠানে বিশের অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আইনজীবী এহসানুল মাহবুব জুবায়ের, পল্টন থানা জামায়াতের আমির শাহিন আহমদ খান, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম, মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক আইন বিষয়ক সম্পাদক ড. আনোয়ারুল ওয়াদুদ টিপু, ছাত্রশিবিরের মানবকল্যাণ বিষয়ক সম্পাদক শরীফ মাহমুদ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মাহফুজ সুমন, শুরা সদস্য কামাল উদ্দিন আহমদ, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জামায়াতের শুরা সদস্য আলীম উদ্দিন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি কাজী মাওলানা এনামুল হক, বড়লেখা সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি রবিউল ইসলাম সুহেল, মৌলভীবাজার জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রশিবিরের বড়লেখা সহসভাপতি তারেক আজিজ ও বড়লেখা উপজেলা শিবিরের সভাপতি হুমায়ূন কবির সাজু।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews