আশির দশকে ‘ঘুড্ডি’ ছবিটি যে উদ্যম নিয়ে নির্মাণ করেছিলেন, এখনো সেভাবেই সব সিনেমার শুটিং করতেন জাকী। কাজের জায়গায় কোনো বাধাই তাঁকে কাবু করতে পারত না। মাস দুয়েক আগে প্রথম আলোর সঙ্গে আলাপে এই নির্মাতা হেসে বলেন, ‘বয়স শুধু একটা অজুহাত। এই অজুহাত দেখিয়ে বসে থাকার মানুষ আমি নই। যত দিন বেঁচে থাকব, সিনেমা করে যাব।’ তাই করে গেছেন সালাউদ্দীন জাকী। মৃত্যুর কিছুদিন আগেই তিনি শেষ করেছেন অপরাজেয় একা ও ক্রান্তিকাল ছবি দুটির কাজ।