ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুটপাতের চা দোকানি সাব্বির হোসেন। দুই ভাইয়ের মধ্য ছোট হলেও সংসারের দায়িত্ব তার কাঁধেই। চা দোকানের আয় থেকেই টেনেটুনে চলে তার সংসার। বেশ টানাপড়েনের মধ্যেই আছে পরিবারটি। তার মাঝেই ঘটে আরেক অঘটন। সম্প্রতি দোকানে চুরির ঘটনা ঘটলে আরও বিপদে পড়েন সাব্বির।

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মডেল গভ. গার্লস হাই স্কুলের সামনের ওই দোকানির পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। শনিবার বিকেলে ওই চা তার হাতে দুই দিনের প্রয়োজনীয় পণ্য কিনে দেওয়া হয়। এর মধ্যে ছিলো চিনি, চা পাতা, কনডেন্স মিল্ক, বিস্কুট।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বেলাল, ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. শাহাদৎ হোসেন। আয়োজনের সমন্বয় করেন কালের কণ্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু ও বসুন্ধরা শুভসংঘের সভাপতি মো. হেদায়েতুল আজিজ মুন্না।

চা দোকানি সাব্বির এমন সহযোগিতা পেয়ে আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, আমার খুব উপকার হলো। বসুন্ধরা শুভসংঘকে আমি ধন্যবাদ জানাই।

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা বলেন, বসুন্ধরা শুভসংঘ সব সময়ই ব্যতিক্রম উদ্যোগ নেয়। সম্প্রতি সাব্বিরের চায়ের দোকানে চুরি হওয়ায় সে খুব বিপাকে ছিলো। সহযোগিতা পেয়ে তার খুব উপকার হবে। ভবিষ্যতে বসুন্ধরা শুভসংঘ অসহায়-দরিদ্র মানুষের পাশে থাকবে বলে প্রত্যাশা করি।



বিডি প্রতিদিন/নাজমুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews