নাটোরের সিংড়ায় ট্রাক ও অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে তিনজন  নিহত হয়েছে। সোমবার সকালে কাজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে ঘটনাস্থলেই মারা যায় রহিম আলী (৫০) নামে এক গাছ কাটা শ্রমিকের। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার মারা যায় উপজেলার কলম পুন্ডরীর গ্রামের বিদ্যুৎ আলী (৩২) এবং নজরপুর গ্রামের কাঁচু আলী (৫০)  । 

জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টায়  গাছ কাটার উদ্দেশ্যে ৫ জন শ্রমিক অটোভ্যান যোগে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রামে উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে মহাসড়কের বিালুয়া বাসুয়া ব্রিজ এলাকায় অটোভ্যানটি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান রহিম আলী। এ সময় আরও ৪ জন আহত হয়। আহতদের  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবণতি হলে আশঙ্কাজনক অবস্থায় মো. বিদ্যুৎআলী এবং কাঁচু আলী নামের একজনকে রামেকে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় মো. বিদ্যুৎ আলী এবং কাঁচু আলী মারা যায়

সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৩ জন নিহত হয়েছে, আহত অপর ২ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিডি প্রতিদিন/এএ


Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews