ঢাকার পূর্বাচলে তিন দিনব্যাপী ঢাকা মটর শো-এর ১৫তম আসর আজ শুরু হতে যাচ্ছে। এতে অংশ নিবে নাভানা লিমিটেড । এখানে নাভানার প্যাসেঞ্জার কার এবং কমার্শিয়াল ভেহিকেল বিভাগে টয়োটার বিভিন্ন গাড়ির মডেলসমূহ প্রদর্শন করা হবে।
আজ বেলা ১২টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধান অতিথি অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম, চেয়ারম্যান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
টয়োটা গাড়ির মডেল গুলো প্যাসেঞ্জার কার সেগমেন্ট এবং কমার্শিয়াল ভেহিকেল সেগমেন্টে প্রদর্শিত হবে।
টয়োটার প্যাসেঞ্জার কার প্যাভিলিয়নে এম পি ভি এবং এস ইউ ভি-এর মডেলগুলো প্রদর্শিত হবে। তাছাড়া টয়োটা কমার্শিয়াল হলে একটি প্যাভিলিয়নও থাকবে, যেখানে টয়োটা ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্টের সাথে টয়োটার কমার্শিয়াল ভেহিকেলের মডেল প্রদর্শিত হবে।
প্রদর্শনীতে আগত দর্শনার্থীদের জন্য টয়োটার পক্ষ থেকে থাকবে আকর্ষণীয় মূল্য ছাড়।