প্রতিনিয়ত যাত্রীদের বিভিন্ন প্রয়োজনে পাবলিক বাসে চলাচল করতে হয়। পাবলিক বাসে চলাচল করতে অনেকেই স্বাচ্ছন্দ বোধ করে কিন্তু হেনস্থা হতে হয় ভাড়া নিয়ে। অনেক বাস কন্ডাক্টর আছে, যারা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের চেষ্টা করে এবং ভাড়া নিয়ে শুরু হয় যাত্রী-কন্ডাক্টরের ঝগড়া বিবাদ। এতে করে বাসে থাকা অন্য যাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হয়। সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া চালু হওয়ায় শিক্ষার্থীদের কাছ থেকে কম পরিমাণ ভাড়া পায়। এর প্রেক্ষিতে প্রতি কিলোমিটারে বেশি ভাড়া দাবি করে যাত্রীদের কাছে। এভাবে ভাড়াকে কেন্দ্র করে নানা সমস্যায় পড়তে হয় যাত্রীদের। এই সমস্যা সমাধানে অগ্রনী ভূমিকা পালন করতে হবে বাস মালিক সমিতিকে, যেমন বাস ছাড়ার স্থান থেকে গন্তব্য পর্যন্ত প্রতি কিলোমিটারে কত টাকা ভাড়া সেটার বৈধ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতিটি বাসে দৃশ্যমান করতে হবে। তাহলে কন্ডাক্টর কর্তৃক যাত্রীদের হেনস্থার শিকার হতে হবে না এবং স্বাচ্ছন্দে চলাচল করতে পারবে যাত্রীরা।
হুমায়ন কবির
শিক্ষার্থী, ঢাকা কলেজ।