দামেস্কের অন্তর্বর্তীকালীন সরকারের আন্তর্জাতিক সমর্থন চাওয়ার প্রেক্ষাপটে কানাডা বুধবার সিরিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার এবং একজন রাষ্ট্রদূত নিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে।

সিরিয়ায় কানাডার বিশেষ দূত ওমর আলঘাবরা বলেন, “সিরিয়ার জনগণকে একটি অন্তর্ভুক্তিমূলক দেশ গড়ে তুলতে কানাডা অর্থবহ ভূমিকা পালন করতে পারে, যেখানে তার সকল নাগরিকের প্রতি শ্রদ্ধাশীলতা থাকবে। আমরা সিরিয়াকে বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতার দিকে ধাবিত হওয়া ঠেকাতেও সাহায্য করতে পারি।”

কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “দেশের নির্দিষ্ট কিছু ব্যাংকের মাধ্যমে, যেমন সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে তহবিল পাঠানোর অনুমতি দেওয়ার লক্ষ্যে নিষেধাজ্ঞা শিথিল করা হবে।”

লেবাননে কানাডার রাষ্ট্রদূত স্টেফানি ম্যাককলাম এখন প্রতিবেশী সিরিয়ায় অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে সমান্তরাল ভূমিকা পালন করবেন।

কানাডা অন্যান্য অনেক বিশ্বশক্তির সাথে ক্ষমতাচ্যুত বাশার আল-আসাদের সরকারকে শাস্তির লক্ষ্যে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছিল।

কানাডার এক বিবৃতিতে বলা হয়েছে, “এই নিষেধাজ্ঞাগুলো আসাদ সরকারের বিরুদ্ধে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। এগুলো শিথিল করার ফলে স্থিতিশীল ও টেকসই উপায়ে সাহায্য সরবরাহ সম্ভব হবে, স্থানীয় পুনর্গঠন প্রচেষ্টা সমর্থন করা হবে এবং সিরিয়ার দ্রুত পুনরুদ্ধারে অবদান রাখা হবে।”

গত বছরের শেষের দিকে আসাদ সিরিয়া থেকে পালিয়ে যাওয়ার পর ডিসেম্বরের শুরুতে বিদ্রোহী বাহিনী তার প্রশাসনকে উৎখাত করে। সূত্র: রয়টার্স, আল-জাজিরা, কানাডা

বিডি প্রতিদিন/একেএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews